সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়ার হাতে প্রশংসাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক আওলাদ হোসেন চৌধুরী, কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মো: আবদুল হাকিম, এনআরবিসি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের (সিআরএমডি) প্রধান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তনুশ্রী মিত্র, এসএমই এন্ড এগ্রি ক্রেডিট ডিপার্টমেন্টের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হারুনুর রশিদ।
এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূল শক্তি। কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নের মাধ্যইে গ্রামীণ অর্থনীতির তথা সামগ্রিক অর্থনীতি টেকসই ভিত্তির ওপর দাঁড়াবে। করোনা মহামারির ধকল কাটিয়ে উঠতে কৃষকের পাশে থাকায় তিনি ব্যাংকগুলো ভূমিকার প্রশংসা করেন।
এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই কৃষির উন্নয়নে এনআরবিসি ব্যাংক অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এনআরবিসি ব্যাংক গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে প্রত্যন্ত এলাকায় শাখা স্থাপন করেছে। গোলাম আউলিয়া বলেন, কৃষিতে ঋণ বিতরণে শতভাগ সাফল্য অর্জনে পাওয়া প্রশংসাপত্র দায়িত্ব আরো বাড়িয়ে দেবে।