ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে ইসলামী ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২২ বারে ২ লাখ ১২ হাজার ৬০৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৭ লাখ টাকা।
ফার্স্ট ফাইন্যান্স তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৫ বারে ৭০ হাজার ৮১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।
টপটেন লুজার বা দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বিকন ফার্মার ১.৬৬ শতাংশ, এক্সিম ব্যাংকের ১.৬৫ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৩৮ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ১.৩৬ শতাংশ, জুট স্পিনার্সের ১.০৯ শতাংশ, ঢাকা ব্যাংকের ০.৭৫ শতাংশ এবং ক্রাউন সিমেন্টের শেয়ার দর ০.৭৩ শতাংশ কমেছে।