জানা গেছে, এ দিন সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাবেন।
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করবেন। পরে বাদ জোহর বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেবেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।