ডিএসইতে এদিন শেয়ারটির দর ৪০ পয়সা বা ১০.০৮ শতাংশ কমেছে। তবে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।
সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৩৯ টাকা ৭০ পয়সা। ১০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ৩৬ টাকা ১০ পয়সা। এর বিপরীতে সোমবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৩৫ টাকা ৭০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দর দশমিক ৪০ পয়সা বা ১.১০ শতাংশ কমেছে।
এদিন ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনার্জিপ্যাক পাওয়ারের ২ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ২ শতাংশ, জেনেক্সের ১.৯৯ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, সুহৃদের ১.৯৯ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৮ শতাংশ, সিলকো ফার্মার ১.৯৮ শতাংশ, আইটি কনসালটেন্টসের ১.৯৮ শতাংশ এবং এমবি ফার্মার শেয়ার দর ১.৯৭ শতাংশ কমেছে।