সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ৪৪–এ পৌঁছে।
চট্টগ্রাম মেডিকেল সূত্র জানায়, গত শনিবার রাতে অন্য আহত ব্যক্তিদের সঙ্গে মাসুদকেও এই হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর তাঁকে আইসিইউতে ভর্তি রাখা হয়।
হাসপাতালের আইসিইউর এক চিকিৎসক জানান, শুরু থেকেই মাসুদের অবস্থা খারাপ ছিল। আজ ভোর পৌনে ৪টায় তাঁর মৃত্যু হয়।
গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন থেকে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪৪ জন নিহত হয়েছেন। আহত দুই শতাধিক।
প্রায় ৬১ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সেনাবাহিনী ঘোষণা দেয়।