ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
একই সাথে আজ ডিএসইতে লেনদেনের পরিমাণও কমে এসেছে। আজ ডিএসইতে ৭৫৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬১ কোটি ৩৯ লাখ টাকা কম। শেষ কার্যদিবসে ডিএসইতে ৯১৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১০ পয়েন্ট বেড়েছে। এছাড়া আজ সিএসইতে ৩০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।