সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে প্যারামাউন্ট ইন্সুরেন্সের। আর দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় দাপট ছিল বিমা খাতের। এ খাতের ৯ টি কোম্পানিই সাপ্তাহিক দরবৃদ্ধি তালিকার শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে প্যারামাউন্ট ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ৪৯ টাকা ৬০ পয়সা। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬২ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ১০ পয়সা বা ২৬.৪১ শতাংশ।
সাপ্তাহিক দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাইওনিয়ার ইন্সুরেন্সের শেয়ারদর ২১.৬৫ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সোনারবাংলা ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ১৯.৫০ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ১৮.৯৩ শতাংশ, রেনউইকি যজ্ঞেশ্বরের ১৭.৭০ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ১৫.৮২ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ১৫.৬০ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ১৪.৭৭ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ১৪.৪৭ শতাংশ, রূপালী ইন্সুরেন্সের ১৩.৯৩ শতাংশ দর বেড়েছে।