সূত্র মতে, কোম্পানিটি ইতোমধ্যে আমলাগেশন (একীভূত) স্কীম প্রস্তুত করেছে। কোম্পানিটির পর্ষদ আমলাগেশন স্কিম অনুমোদন করেছে। কোম্পানিটি আমলাগেশন স্কিম উচ্চ আমালতে অনুমোদনের জন্য ইজিএম আহ্বান করেছে।
আগামী ২৬ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ জুন নির্ধারণ করা হয়েছে।