সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮৩ বারে ৩ লাখ ৪ হাজার ৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৯ লাখ টাকা।
দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৭ বারে ৫৫ হাজার ৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০ বারে ২ হাজার ৮৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
দর কমার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রেনউইক যজ্ঞেশ্বরের ১.৯৮ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ১.৯৭ শতাংশ এবং বিচ হ্যাচরির শেয়ার দর ১.৯৭ শতাংশ কমেছে।