মঠবাড়িয়ায় প্রতিবন্ধী পরিবারে 'মঙ্গল আলোয় ফাউন্ডেশন'-এর ঈদ উপহার

মঠবাড়িয়ায় প্রতিবন্ধী পরিবারে 'মঙ্গল আলোয় ফাউন্ডেশন'-এর ঈদ উপহার
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় একই পরিবারে তিন প্রতিবন্দ্বী ঈদসামগ্রী উপহার দিলেন সেবাধর্মী সামাজিক প্রতিষ্ঠান 'মঙ্গল আলোয় ফাউন্ডেশন'। আজ (১১ মে) সোমবার দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের বাড়িতে এ উপহার সামগ্রী পৌঁছে দেন প্রতিষ্ঠানের সদস্য ইসরাত জাহান মমতাজ ও সায়েক নাজাত। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ইসাহাক তালুকদার।
প্রতিষ্ঠানটির পরিচালক নারগিস সুলতানা জানান, সামাজিক যোগযোগ মাধ্যম ফেজবুকে পিতা মাতাহীন প্রতিবন্ধী জাহাঙ্গীর, আলমগীর সাজেনুর তিন ভাই বোন জরাজীর্ণ বাড়িতে কোনমতে না খেয়ে আছে এমন সংবাদ প্রকাশ হয়। করোনাভাইরাস সংক্রমনের কারণে প্রশাসনের কঠোর লকডাউনে যখন মানুষ ঘরবন্দি তখন তাদের ঘরে তখন খাবার নেই। তাদের পাশেও কেউ দাঁড়ায়নি। এ সংবাদ পেয়ে মঙ্গল আলোয় ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির সদস্য লেফট্যানেন্ট কর্নেল জহিরুল ইসলাম ইতিপূর্বে তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করেন। “আলোকিত করি পৃথিবী” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে তাদের বাড়িতে গিয়ে ঈদের সামগ্রী থ্রী পিচ, লুঙ্গি, ফতুয়া, নারিকেল তৈল, চিনি, সেমাই,দুধ, সাবান, সয়াবিন তৈল, গুড়া সাবান তুলে দেয়া
হয়েছে।


সাবেক ইউপি সদস্য ইসাহাক তালুকদার বলেন, মালেক কাজীর তিন ছেলে মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় পা চিকন হয়ে স্বাভাবিক চলাচলসহ কাজকর্ম করতে অক্ষম হয়ে পরে। ওদের মা ২০০৯ এ বাবা ৩ বছর পূর্বে মারা জান। মঠবাড়িয়া প্রশাসন এদের প্রধানমন্ত্রীর 'জমি আছে বাড়ি নেই' এ প্রকল্পের মাধ্যমে ঘর করে দেয় তাহলে ওদের বসাবাসের নিশ্চয়তা পবে।

উল্লেখ্য, করোনা সংকটের এ মুহূর্তে সংগঠনটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ নানামুখী কর্মসূচী চালিয়ে যাচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট