ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও কমেছে। বুধবার ডিএসইতে ৬৯৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩১ কোটি ৫১ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৭২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।