সূত্র মতে, সপ্তাহের শুরুতে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারদর ছিল ৫৬ টাকা ৮০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫২ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৪ টাকা ১০ পয়সা বা ৭.২২ শতাংশ। এর মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর ৭.০২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সিনোবাংলার শেয়ারদর কমেছে ৬.৯৫ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর ইউনাইটেড ইন্সুরেন্সের ৬.৪৫ শতাংশ, ফাইন ফুডসের ৫.০৪ শতাংশ, আরডি ফুডের ৪.৫৫ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৪.২৬ শতাংশ, ফারেইস্ট ইন্সুরেন্সের ৪.২৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.০৬ শতাংশ এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ৩.৯৫ শতাংশ কমেছে।