রোববার (৩ জুলাই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমন্বয়ের পর সিএসই’র শরিয়াহ সূচকে মোট কোম্পানি সংখ্যা দাঁড়ালো ১৩২টি। আগামী ১৭ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সিএসই শরিয়াহ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান কটন ফাইব্রার্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, বিডিকম অনলাইন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, জেএমআই হসপিটাল রিকুইজিট মানুফেকচারিং, রিজেন্ট ট্যাক্সটাইল মিলস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, দি ঢাকা ডাইং অ্যান্ড মানুফেকচারিং, ইউনিয়ন ব্যাংক এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি।
শরিয়াহ সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট, অ্যাকটিভ ফাইন ক্যামিকালস, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, আরামিট, আর্গন ডেনিমস, আজিজ পাইপস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বাংলাদশ স্টিল রিরোলিং মিলস, জেনারেশসন নেক্সট ফ্যাশনস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং কাট্টলি ট্যাক্সটাইল।