ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এস ও এস ডেভেলপমেন্ট লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোম্পানিটির ব্যবসা ফায়ার সিকিউরিটি সেবা দেওয়া। প্রতিষ্ঠানটির ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করতে এডিএনের ২ কোটি টাকা ব্যয় হবে।
শেয়ার অধিগ্রহণের অর্থ কোম্পানির নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করবে এডিএন টেলিকম। এস ও এস ডেভেলপমেন্ট “ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সাথে একটি যৌথ উদ্যোগে চুক্তি করেছে। ফায়ার গার্ড হিসাবে “ইনস্ট্যান্ট রেসপন্স সিস্টেমসহ একটি উদ্ভাবনী ডিভাইসের সাথে ফায়ার সিকিউরিটি সলিউশন সার্ভিস প্রদান করা হয়।
এডিএন ও এসওএসের মধ্যে চুক্তির মেয়াদ ১০ বছর। কোম্পানিটি আশা করছে এর মাধ্যমে বছরে ৫০ কোটি টাকা রাজস্ব আসবে।