দেশে চলমান বন্যা পরিস্থিতি ও করোনার প্রকোপ বাড়ায় এবারের আয়োজন শিথিল রাখা হয়েছে বলে জানা গেছে।
প্রতিবছরই জাঁকজমকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হলেও এবছর দিবসটিকে ঘিরে আনন্দ শোভাযাত্রা ছাড়া ক্যাম্পাসে আর বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন রাখা হয়নি।
প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের বাজেটের টাকা বাংলাদেশে সংকটকালীন মুহূর্তে আর্ত মানবতার কথা ভেবে বন্যার্তদের বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. সুলতান-উল- ইসলাম বলেন, ‘এবছর আলোকসজ্জা না করার পেছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। প্রতিষ্ঠাবার্ষিকীর বাজেট থেকে বেঁচে যাওয়া টাকা বন্যার্তদের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া সারাদেশে বর্তমানে যে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে সে বিষয়টিও মাথায় রাখতে হয়েছে। বিষয় দুটি বিবেচনায় আমরা এবছর আলোকসজ্জা বন্ধ রেখেছি।’