শনিবার (৯ জুলাই) রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে সবজি ও মাংসের দাম কিছুটা বেড়েছে। কিন্তু পেঁয়াজের দাম কিছুটা কমেছে। সার্বিকভাবে বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
বাজারে ৮০ টাকা কেজি দরে শসা, বেগুন, কচুর লতি, করলা ও বরবটি বিক্রি হচ্ছে। টমেটোর দাম কিছুটা বেশি, বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। এ ছাড়া ৫০ টাকা কেজি দরে চিচিঙ্গা, পটল, ঢেঁড়শ ও পেঁপে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি পিস লাউ ৬০ টাকা, চাল কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৪০ টাকা। প্রতি কেজি আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি কাঁচামরিচ ১৬০ টাকা এবং শুকনা মরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকা এবং লেবু ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি পেঁয়াজ ও রসুন ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে চায়না রসুনের ১৪০ থেকে ১৪৫ টাকা এবং প্রতি কেজি আদা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি খোলা চিনি ৮৫ টাকা ও প্যাকেট চিনি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি ডজন লাল ডিম ১২০ টাকা, হাঁসের ডিম ১৯৫ থেকে ১৯০ টাকা এবং মুরগির ডিম ২০০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা এবং খাসির মাংস ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৪৫ থেকে ১৫০ টাকা, পাকিস্তানি কক বা সোনালী মুরগি ২৫০ থেকে ২৮০ টাকা এবং লেয়ার মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে রুই ও শিং মাছ বিক্রি হচ্ছে। এ ছাড়া ১৬০ থেকে ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে তেলাপিয়া ও পাঙাশ মাছ। প্রতি কেজি শোল মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২৫০ টাকা এবং পাবদা মাছ ৩০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকায়।