রাত ১০টার আগেই পশুর বর্জ্য অপসারণ ডিএনসিসির

রাত ১০টার আগেই পশুর বর্জ্য অপসারণ ডিএনসিসির
রাত ১০টার আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (১০ জুলাই) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব নির্ধারিত ১২ ঘণ্টার আগেই ডিএনসিসির কোরবানির বর্জ্য অপসারণ করা হয়। দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত সাড়ে ৯টায় আট ঘণ্টারও কম সময়ে শেষ হয় বর্জ্য অপসারণ।

ঈদের দিন ডিএনসিসির ১০টি অঞ্চলে ১২ লাখ ৪৭ হাজার পশু কোরবানি হয়েছে এবং বর্জ্য অপসারণ করা হয়েছে প্রায় নয় হাজার মেট্রিক টন।

ডিএনসিসির বর্জ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৫০টির শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। বাকি চারটি ওয়ার্ডের সব বর্জ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন ও সরাসরি তদারকি করেন।

তিনি জানান, আগামীকালও বর্জ্য বিভাগকে কোরবানির বর্জ্য দ্রুত সময়ে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়