সূত্র জানায়, রউফ তালুকদার নিজেই এর আগে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা বাজারমূল্যের পরিবর্তে ক্রয়মূল্যে বিবেচনা, বন্ডে বিনিয়োগ ব্যাংকগুলোর বিনিয়োগসীমার বাইরে রাখার বিষয়ে পলিসি তৈরি করেছিলেন, তবে কেন্দ্রীয় ব্যাংক সেটা বাস্তবায়ন করতে পারেনি। এবার গভর্নর আব্দুর রউফ তালুকদার পুঁজিবাজারবান্ধব হওয়ায় এসব বিষয়ের সমাধানের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা যায়, এসময় পুঁজিবাজার ও দেশের অর্থনীতি এগিয়ে নিতে দুই নিয়ন্ত্রক সংস্থার প্রধানদের মধ্যে আলোচনা হয়। গভর্নর আবদুর রউফ তালুকদার শেয়ারবাজার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন।বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার অর্থসচিবের দায়িত্ব পালনকালে পুঁজিবাজার নিয়ে নানা দাবি তুলে ধরেছিলেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজিত রোড শোতে তিনি অংশগ্রহন করে এসব দাবি তুলে ধরেছিলেন। এক সঙ্গে দেশ এবং দেশের বাহিরে একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএসইসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম এবং গভর্নর আব্দুর রউফ তালুকদার। তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত এবং পারিবারিক সুসম্পর্ক রয়েছে। ফলে এর ইতিবাচক প্রভাব পরবে কাজের মধ্যে। দেশের মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট এক সাথে এগিয়ে গেলে দেশের অর্থনীতিও এগিয়ে যাবে বলে মনে করেন বর্তমান গভর্নর। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তারই ধারাবহিকতায় ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে রোড শো করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। প্রবাসীরা কীভাবে পুঁজিবাজারে সরাসরি বিনিয়োগ করবে তার কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হয় এসব অনুষ্ঠানে। বহির্বিশ্বে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ইতিবাচক ব্র্যান্ডিং তুলে ধরতে আয়োজিত রোড শো-গুলোতে আব্দুর রউফ তালুকদারের আন্তরিক অংশগ্রহণ দেশের পুঁজিবাজার তথা সামগ্রিক অর্থনীতির প্রতি তার আন্তরিকতার প্রমাণ দেয়।
পুঁজিবাজারের উন্নয়নে দেশের আর্থিকখাতের প্রধান দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে সমন্বয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদারের যোগ্য ও কুশলী নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি আরও ঘনিষ্ঠ ও নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করবে এবং দেশের অর্থনীতিতে কার্যকরী ভূমিকা রাখবে বলে ইতোমধ্যে আশাবাদ ব্যাক্ত করেছে বিএসইসি।
সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে আব্দুর রউফ তালুকদার সর্বদা পুঁজিবাজারবান্ধব নেতৃত্ব প্রদান করেছেন। দেশের পুঁজিবাজারের ক্রমবর্ধমান বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কনফারেন্স- ২০২১’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ও প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রেখে তিনি পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছিলেন।
এদিকে দেশের পুঁজিবাজারের বিভিন্ন সমস্যার সমাধান শেয়ারবাজারবান্ধব গভর্নর আব্দুর রউফ তালুকদারের হাত ধরেই শেষ হবে বলে আশা করেন বাজার সংশ্লিষ্টরা। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা, বন্ডে বিনিয়োগ ক্রয়মূল্যে বিবেচনা করা এবং স্ট্যাবিলাইজেশন ফান্ড গতিশীল করাসহ সকল বিষয়ে নতুন এই গভর্নর কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন তারা।