এদিকে গতকালের মোট লেনদেনে চোখ রাখলে দেখা যায়, এ ক্ষেত্রে এগিয়ে ছিল বস্ত্র খাত। এ খাতটি মোট লেনদেনে ১৫ শতাংশ অবদান রাখতে সক্ষম হয়। লেনদেনে এর পরের অবস্থানে ছিল প্রকৌশল খাত।
খাতটি লেনদেনে ১১ শতাংশ অবদান রাখে। লেনদেনে এর পরের অবস্থানে ছিল বিবিধ খাত। এটি মোট লেনদেনে ১০ শতাংশ অবদান রাখে। গতকাল ডিএসইতে মোট ৭০২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হতে দেখা যায়। এর মধ্যে ব্লক মার্কেটে লেনদেন ছিল প্রায় ৪০ কোটি টাকা। গতকাল এ মার্কেটে মোট ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়।
জানা গেছে, কোম্পানিগুলোর ৬৪ লাখ ৬৯ হাজার ৮২৬টি শেয়ার ৫৮ বার হাতবদলের মাধ্যমে ৩৯ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার টাকার
লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৮ কোটি ২১ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ১২ লাখ ৩৮ হাজার টাকা ফরচুন শুজের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে সিটি ব্যাংক লিমিটেডের।