সরকারি কর্মকর্তাদের বিনিয়োগে বাধার গুজবে পুঁজিবাজারে ধস

সরকারি কর্মকর্তাদের বিনিয়োগে বাধার গুজবে পুঁজিবাজারে ধস
পুঁজিবাজারে সরকারি কর্মকর্তাদের বিনিয়োগে বাধা আছে এমন গুজবে ব্যাপক ধস নেমেছে সূচকে। আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে ব্যাপক হারে। তবে সরকারি চাকরি ও শৃঙ্খলা বিধিমালায় (২০১৮) সরকারি কর্মকর্তাদের পুঁজিবাজারে বিনিয়োগে কোনো বাধা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৫ পয়েন্টে।

ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমানও সাড়ে ৫০০ কোটি টাকার নিচে নেমেছে; যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ২৫ মে ডিএসইতে ৫১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে ৫১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৮ কোটি ২০ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এছাড়া আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৩৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

জানা যায়, সোমবার লেনদেনের শুরু থেকেই সূচকের পতন চলছিলো। প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয় ২১৬ কোটি ৮৮ লাখ টাকা। একইসময় ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করে ৬ হাজার ২৫৬ পয়েন্টে।

এদিন লেনদেনের শুরুতে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। এতে করে ২৬০ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী থাকলেও ক্রেতাশূন্য হয়ে পরে শেয়ারগুলো। ফলে ব্যাপক পতনের মুখে পড়ে পুঁজিবাজার।

জানা যায়, পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগে কোনো বাধা নেই। তারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবেন। সরকারি চাকরি ও শৃঙ্খলা বিধিমালায় (২০১৮) এ সংক্রান্ত কোনো বিধিনিষেধ উল্লেখ নেই। এমনই মত দিচ্ছেন সরকারের একাধিক সচিবসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। তবে সরকারি কর্মকর্তাদের পুঁজিবাজারে বিনিয়োগে বাধা আছে এমন গুজবে সূচকের পতনে ভয়াবহ আকার ধারণ করে এদিন।

এছাড়া পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বলছে, বাংলাদেশের যেকোনো নাগরিকই তার কর দেওয়া অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবেন। সুতরাং সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও পারবেন।

বর্তমানে দেশের অর্থনীতির নানা প্রতিকূলতার মধ্যে রিজার্ভ সংকট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রিজার্ভ সংকটের কারণে দেশে ডলারের বিপরীতে টাকার মান প্রতিনিয়ত কমছে। ইতোমধ্যে দেশের সামগ্রিক অর্থনীতির ওপর এর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত বছরের তুলনায় রপ্তানি আয় কিছুটা বৃদ্ধি পেলেও তা ডলারের সংকট মেটাতে পারছে না। ফলে প্রতিনিয়ত বাড়ছে ডলারের দাম। এজন্য রিজার্ভ থেকে ডলার ছেড়ে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। আর এ কারণে রিজার্ভ সংকট তীব্রতর হচ্ছে।

এর পাশাপাশি বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতেও ভয়াবহ সংকটের সূচনা হয়েছে। জ্বালানি খাতের এই সংকট ইতিমধ্যেই বাজারের ওপর এসে পড়েছে। এর সঙ্গে পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে সাম্প্রতিক বন্যা।

দেশের অর্থনীতির এমন সংকটকালীন অবস্থার মধ্যেও পুঁজিবাজার নিয়ে স্বপ্ন দেখছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারবান্ধব গভর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব গ্রহন করার পর বিনিয়োগকারীদের স্বপ্ন আরও বড় হতে থাকে।

বাংলাদেশ ব্যাংকের নতুন এই গভর্নর ইতিমধ্যেই পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পুঁজিবাজারে বিনিয়োগ সীমার সমস্যাটি সমাধানে অর্থমন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘদিন ধরে বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের পরিবর্তে ক্রয় মূল্যকে বিবেচনায় নেওয়ার দাবি জানানো হয়েছিলো। কিন্তু বাংলাদেশ ব্যাংক তাতে সাড়াঁ দেয়নি। তবে নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই সমস্যা সমাধান হবে বলে আশাবাদী ছিলেন বিনিয়োগকারীরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত