জানা যায়, বুধবার বেলা ১টা ৩৪ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে ৫২৩ কোটি ১৮ লাখ টাকা। তবে এসময় ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ১৩৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৩৪৫ পয়েন্টে। অপরদিকে ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ২ হাজার ২৬৬ পয়েন্টে।
এসময় লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে ১২২টি কোম্পানির দর বৃদ্ধি পায়। এছাড়া দর কমে ১৯৭টি কোম্পানির এবং দর ধরে রাখতে সক্ষম হয় ৬১টি কোম্পানি।
আগের দিন মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সাথে লেনদেনও কমেছে ব্যাপক হারে। এদিন পুঁজিবাজারে জ্বালানি খাতের দরপতন হয় ১ দশমিক ৩৪ শতাংশ। এছাড়া ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট বা ১ শতাংশ কমেছিলো।
দেশের সংকটকালীন পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি সাশ্রয়ে সারা দেশে ২ ঘণ্টা করে লোডশেডিং করার সিদ্ধান্ত জানিয়ে এলাকাভিত্তিক সূচি প্রকাশ শুরু করেছে। পাশাপাশি জরুরি সেবা ছাড়া অফিস সময় কমানো বা হোম অফিস করার বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে।
এসব সিদ্ধান্ত পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলেছে। এমনিতে অর্থনৈতিক চাপের কারণে নানা ধরনের গুজব ও গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল।