জানা যায়, আগামী ১ আগস্ট ইউনিটির কার্যক্রম শুরু হবে। নতুন ইউনিটের প্রডাকশন ক্যাপাসিটি প্রতিদিন ১০ টন।
এদিকে ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯২ পয়সা।
অন্যদিকে, ৯ মাসে তথা তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই,২১-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭টাকা ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ০৩ পয়সা।