শুক্রবার রাতে ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত কার্টেল ওভারের দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়াদের মাত্র ৮৩ রানে গুটিয়ে দিয়ে ১১৮ রানের বড় জয়ের স্বাদ পায় ইংলিশরা। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাটলারের দল।
বৃষ্টির কারণে ম্যাচটি নেমে এসেছিল ২৯ ওভারে। প্রথমে ব্যাট করে ২৮.১ ওভারে ২০১ রানে অলআউট হয় ইংল্যান্ড। তারাও পড়েছিল প্রোটিয়া বোলারদের তোপে।
ভেজা পিচের সুবিধা কাজে লাগিয়ে ১২ ওভারের মধ্যে ৭২ রানে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে লিয়াম লিভিংস্টোন আর লোয়ার অর্ডারের স্যাম কুরান দারুণ দুটি ইনিংস খেলেছেন।
লিভিংস্টোন ২৬ বলে ১ চার আর ৩ ছক্কায় করেন ৩৮ রান। কুরান ১৮ বলে ২ বাউন্ডারি আর ৩ ছক্কায় খেলেন ৩৫ রানের ঝড়ো ইনিংস। এছাড়া জনি বেয়ারস্টো ২৭ বলে ২৮ আর নয় নম্বরে নামা ডেভিড উইলি ২১ বলে করেন ২১ রান।
ডোয়াইন প্রিটোরিয়াস ৬ ওভারে ৩৬ রান খরচায় একাই নেন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার এনরিচ নরকিয়া আর তাবারেজ শামসির।
জবাবে মাত্র ৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে প্রোটিয়ারা। ২৭ রানে তারা হারায় ৫ উইকেট। টপ অর্ডারের চার ব্যাটারের মধ্যে তিনজনই করেন শূন্য (জানেমান মালান, রসি ভ্যান ডাসেন আর এইডেন মার্করাম)।
শেষ পর্যন্ত ২০.৪ ওভারেই মাত্র ৮৩ রানেই থামে আফ্রিকার ইনিংস। হেনরিক ক্লাসেন ৪০ বল খেলে ৩৩ রানের ইনিংস না খেললে আরও বড় লজ্জায় পড়তে হতো সফরকারীদের।
ইংলিশ বোলারদের মধ্যে আদিল রশিদ নেন ৩ উইকেট। দুটি করে উইকেট মঈন আলি আর রিস টপলির।