সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইমাম বাটনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৮.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩৪.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা বা ৯.৪৪ শতাংশ কমেছে।
ডিএসইতে সাপ্তাহিক দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালসের ৯.৩৯ শতাংশ, ফরচুন সুজের ৯.২৯ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৯.২২ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসস নেটওয়ার্কের ৯.২১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.১৭ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.০৯ শতাংশ, জেনেক্সের ৯.০২ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সের ৯.০১ শতাংশ এবং শ্যামপুর সুগারের শেয়ার দর ৯.০১ শতাংশ কমেছে।