অন্যদিকে আমদানি বাড়লেও কমেছে রপ্তানি। সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ওই রাজ্যগুলোয় ৬৮০ কোটি ১১ লাখ টাকার পণ্য রপ্তানি হয়েছে। আর ২০২০-২১ অর্থবছরে রপ্তানি হয়েছিল ৬৯৭ কোটি ৭০ লাখ টাকার পণ্য। সেই হিসাবে আগের বছরের চেয়ে গত বছর এ স্থলবন্দর দিয়ে রপ্তানি কমেছে প্রায় ১৮ কোটি টাকার। এ স্থলবন্দর দিয়ে ২০২১-২২ অর্থবছরে ৪ হাজার ৫২৭ ট্রাক পণ্য আমদানি ও ৯ হাজার ২৯৮ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।
স্থলবন্দর ও কাস্টমসের তথ্য অনুযায়ী, গত ছয় অর্থবছরে এই বন্দর দিয়ে মোট ২ হাজার ৭২৩ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে ৬৮০ কোটি টাকা, ২০২০-২১ অর্থবছরে ৬৯৭ কোটি ৭০ লাখ, ২০১৯-২০ অর্থবছরে ৫৪২ কোটি, ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৩৩২ কোটি, ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ২৭৫ কোটি টাকা ও ২০১৬-১৭ অর্থবছরে ২১৫ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি হয়েছে ৩৩ ধরনের পণ্য। এর মধ্যে উল্লেখযোগ্য পণ্যগুলোর মধ্যে রয়েছে মাছ, পাথর, সিমেন্ট, শুঁটকি, প্লাস্টিক পণ্য, ভোজ্যতেল, পানীয়, তুলা, প্লাস্টিকের ফার্নিচার, চিটা গুড়, ক্যালসিয়াম কার্বনেট, পাটের সুতলি, পিভিসি শিট, হ্যান্ড পাম্প ইত্যাদি। তবে করোনার প্রভাবে ভারতে রপ্তানি পণ্যের সংখ্যা কমেছে।
আখাউড়া স্থলবন্দর দিয়ে গম, চাল, আদাসহ হাতে গোনা কয়েকটি পণ্য আমদানি হয়। ২০১৬-১৭ অর্থবছরে ৭৭ লাখ ৬৪ হাজার টাকা, ২০১৭-১৮ সালে ১ কোটি ৭৬ লাখ, ২০১৮-১৯ অর্থবছরে ৮৬ লাখ ২৯ হাজার, ২০১৯-২০ সালে ১ কোটি ১৭ লাখ, ২০২০-২১ অর্থবছরে ১ কোটি ১০ লাখ টাকা ও ২০২১-২২ অর্থবছরে ২৮৮ কোটি ৩৩ লাখ টাকার পণ্য আমদানি হয়েছে। প্রথম ৫ বছরের আমদানির বিপরীতে সরকারের রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ২৭ লাখ টাকা। তবে সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৬৫ লাখ টাকা।