কৃষকরাও রিজার্ভ সংরক্ষণে ভূমিকা রাখছেন: আতিউর রহমান

কৃষকরাও রিজার্ভ সংরক্ষণে ভূমিকা রাখছেন: আতিউর রহমান
কৃষকরাও রিজার্ভ সংরক্ষণে ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান।

শনিবার (২৩) জুলাই বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে তিনটি বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড, বাংলাদেশ ব্যাংকের আয়োজনে মহুয়া সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় এ প্রকাশনা উৎসবের আয়োজন হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘বঙ্গবন্ধুর গল্প’, ‘বঙ্গবন্ধুর ৬ দফা’, ‘আধুনিক বাংলাদেশের রুপকার শেখ হাসিনা’ এর মোড়ক উন্মোচন করা হয়।

আতিউর রহমান বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হওয়ার কোনো শঙ্কা নেই। যারা বাংলাদেশ শ্রীলঙ্কা হবে বলে গুজব ছড়াচ্ছে, তাদের কথার কোনো ভিত্তি নেই। তাদের এসব ভিত্তিহীন কথা বিশ্লেষণধর্মী নয়।’

তিনি বলেন, ‘আজ আমরা সাহসের সঙ্গে জোর গলায় বলতে পারি, দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পেরেছি। এটার পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার। প্রান্তিক পর্যন্ত ব্যাংকিং সেবা চলে গেছে। যার পুরো কৃতিত্বও প্রধানমন্ত্রীর।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের ৮০ শতাংশই ছিল কৃষক শ্রেণি। কৃষকদের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক সবসময় পাশে থেকেছে। এক অর্থে কৃষকরাও ডলার কামাচ্ছেন। কেননা এ মুহূর্তে যদি বাংলাদেশের বাইরে থেকে ২-৩ বিলিয়ন ডলারের খাদ্য কিনতে হতো, তাহলে রিজার্ভ সমস্যা অনেক বেশি দেখা দিতো। সেটা যেহেতু লাগছে না, তার মানে কৃষকরাও এ রিজার্ভ সংরক্ষণে ভূমিকা রাখছেন।’

সাবেক এ গভর্নর বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কী আমি এটাই জানতাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ব্যাংকে আমাকে বসিয়েছিলেন। দেশে জন্মগ্রহণ করলেই দেশকে ভালোবাসা হয় না, দেশকে জানতে হবে এবং ভালোবাসতে হবে। তাহলেই দেশকে ভালোবাসার পূর্ণতা পাবে।’

লায়ন হামিদুল আলম সখার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড বাংলাদেশ ব্যাংকের সাধারণ সম্পাদক অভিনেতা পিনাকী সর্বকার। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, ছড়াকার বাংলাদেশ শিশু একাডেমির সাবেক পরিচালক আনজীর লিটন, সাপ্তাহিক শীর্ষ খবরের ভারপ্রাপ্ত সম্পাদক মো. মনিরুজ্জামান (শ্বাশত মনির)।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু