ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
রোববার টাকার অংকে লেনদেনের পরিমানও কমেছে অনেক। শেষ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিলো ৬৭৬ কোটি ৯৩ লাখ টাকার। যা আজ কমে দাঁড়িয়েছে ৪৭০কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ শেষকার্যদিবসের চেয়ে আজ লেনদেন কমেছে ২০৫ কোটি ৯৫ লাখ টাকা।
ডিএসইতে আজ মোট ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৩১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।