ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, আজ সবচেয়ে বেশী শেয়ারের দাম বেড়েছে মতিন স্পিনিং মিলস লিমিটেডের। শেষ কার্যদিবসে লেনদেন শেষে মতিন স্পিনিংয়ের শেয়ারের শেয়ার দর ছিল ৭২.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৯.৩০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে।
টপটেন গেইনার বা দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জাহিন স্পিনিংয়ের ৯.০১ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৬.৮৬ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৬.৭৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬.১৮ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৫.৫০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫.২২ শতাংশ, আর্গন ডেনিমসের ৫.০৫ শতাংশ, এপোলো ইস্পাতের ৫ শতাংশ এবং অলটেক্সের শেয়ার দর ৪.৯৩ শতাংশ বেড়েছে।