সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
এ সময় সিএসই পিএলসি’র পরিচালক মেজর (অবঃ)এমদাদুল ইসলাম এবং মোঃ রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন৷
অভিনন্দন বার্তায় পিএলসির চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, আপনি বিএসইসির নেতৃত্বে আশার পর থেকে বাজার উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নের জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা বিশ্বাস করি, আপনি এই পদের যোগ্য ও উপযুক্ত।
আমরা আশা করি, নতুন এ দায়িত্ব সফলভাবে পালন করার মাধমে আপনি বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি আইওএসসিও-তে আপনার ভূমিকা সকলের কাছে অনুকরনীয় হয়ে থাকবে৷