সচিব পর্যায়ে বাংলাদেশ-ভারতের তৃতীয় বৈঠক শুরু

সচিব পর্যায়ে বাংলাদেশ-ভারতের তৃতীয় বৈঠক শুরু
বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের (কনস্যুলার) বৈঠক শুরু হয়েছে। সোমবার (২৫ জুলাই) ঢাকায় এ বৈঠক শুরু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের অনলাইন সংবাদমাধ্যম ইন্ডিয়া ব্লুম।

বৈঠকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আউসাফ সাঈদ ও বাংলাদেশি দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাশফি বিনতে শামস।

২০১৭ সাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে শুরু হয়েছে কনস্যুলার পর্যায়ের বৈঠক। সোমবার ঢাকায় দুই দেশের মধ্যে তৃতীয় বারের মতো এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘দুই দেশের কূটনীতি, ভিসা ব্যবস্থাপনা, ভারত-বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে পারস্পি বৈধ সহযোগিতা বৃদ্ধি ও সর্বোপরি দুই দেশের জনগণের মধ্যে মৈত্রীর বন্ধন গড়ে তুলতে ২০১৭ সাল থেকে কনস্যুলার বৈঠক করছে ভারত ও বাংলাদেশ।’

চলতি বৈঠকে বাংলাদেশ ও ভারতের পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ীক ভিসা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ করা, পর্যটকদের প্রবেশ ও নির্গমণ আরও সহজতর করা ও অবৈধভাবে প্রবেশের দায়ে দুই দেশের কারাগারবন্দিদের বিনিময়— ইত্যাদি ইস্যুকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া দুই দেশের পর্যটকদের ভ্রমণ সহজ করতে ২০১৮ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেসব চুক্তি কতখানি বাস্তবায়িত হয়েছে, সেসম্পর্কিত আলোচনাও হবে কনস্যুলার বৈঠকে।

সোমবার বৈঠকের শুরুতেই সন্ত্রাসবাদ দমনে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতামূলক সম্পর্ককে স্বাগত জানানো হয়। দুই দেশের কর্মকর্তারা ইন্ডিয়া ব্লুমকে উল্লেখ করেন— কনস্যুলার বৈঠকের মূল লক্ষ্য জনমুখী পররাষ্ট্রনীতি প্রণয়ন। অর্থাৎ সেই সব নীতি গ্রহণ করা, যার ফলে দুই দেশের জনগণ উপকৃত হবে।

দুই দেশের পরবর্তী কনস্যুলার বৈঠক দিল্লিতে হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু