মঙ্গলবার (২৬ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষতির এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জুলাই সকাল ১০টায় ময়মনসিংহ শহরের টাউন হলে মোড়ে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।
কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান বিনিয়োগ শিক্ষা কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ‘দ্যা স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনভেস্টর’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, উপ-মহা পুলিশ পরিদর্শক (ময়মনসিংহ) দেবদাস ভট্টাচার্য, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব কামরুল হক মারুফ, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এবং ময়মনসিংহ পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের জনগনকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে বিনিয়োগকে উৎসাহিত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রয়েছে নানা উদ্যোগ। মূলত ময়মনসিংহের স্থানীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং স্থানীয় উদ্যোক্তাদের শেয়ারবাজার হতে অর্থ উত্তোলন বিষয়ে বাস্তব ভিত্তিক জ্ঞানার্জনে সহায়তকা করবে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স’। বিনিয়োগ শিক্ষা বিনিয়োগকারীদের পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
উল্লেখ্য, বিনিয়ােগ শিক্ষা কনফারেন্স ২০২২ অনুষ্ঠানটি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অফিসিয়াল ফেসবুক পেইজে লাইভ সম্প্রচারিত হবে। অনুষ্ঠানের পাশাপাশি একই স্থানে ২৯ জুলাই (শুক্রবার) বিকাল ৪.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত এবং ৩০ জুলাই (শনিবার) সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত একটি বিনিয়ােগ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে।