ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
টানা প্রায় ৯দিন পতনের পর সোমবার (২৫ জুলাই) ঘুরে দাঁড়ায় দেশের পুঁজিবাজার। উত্থানের সেই ধারা গতকালও ধরে রেখেছিলো দেশের পুঁজিবাজার। তবে আজ সূচকের সেই উত্থান ধরে রাখা সম্ভব হয়নি। আজ সূচকের বড় পতনেই লেনদেন শেষ হয়েছে।
ডিএসইর তথ্য মতে, আজ সূচকের পতনের সাথে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে মোট ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে গতকাল ডিএসইতে ৮৩৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ আজ আগের কার্যদিবসের চেয়ে ৫৯ কোটি ৬১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।
ডিএসইতে আজ মোট ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে শেয়ারের দাম বেড়েছে মাত্র ১৭টি কোম্পানির, দাম কমেছে ৩৩৮টি কোম্পানির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।