সূত্র মতে, কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বাড়াতে জার্মান থেকে ১০টি নিটিং মেশিন আমদানি করবে। প্রতিষ্ঠানটির গাজীপুরের কালিয়াকৈরের চান্দুরার কারখানায় এসব মেশিন স্থাপন করা হবে।
সূত্র আরও জানায়, মেশিন আমদানিতে এপেক্স স্পিনিংয়ের ব্যয় হবে ৬ কোটি ৬ লাখ ৯২ হাজার টাকা। এ টাকা অর্থায়ন করবে এইচএসবি বাংলাদেশ লিমিটেড।
মেশিনগুলো আগামী বছরের (২০২২) এপ্রিল-জুনের মধ্যে বাণিজ্যিকভাবে চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।