রাজশাহীতে মার্কেট বন্ধ, নগরীতে প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা

রাজশাহীতে মার্কেট বন্ধ, নগরীতে প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা
সরকারি নির্দেশনা না মানায় রাজশাহী নগরী ও প্রত্যেক উপজেলায় মঙ্গলবার (১৯ মে) থেকে মার্কেট, শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। তবে খাদ্য, ওষুধ, নিত্য প্রয়োজনীয় পণ্যেল দোকান এর আওতামুক্ত থাকবে।

এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া রাজশাহী থেকে বাইরে যাওয়া ও প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর পুলিশ।

রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহাম্মদ শরীফুল হক জানান, সোমবার (১৮ মে) দুপুরে জেলা কোর কমিটির সভায় মার্কেট, শপিং মল ও দোকানপাট বন্ধের এই সিদ্ধান্ত হয়েছে।

জেলা প্রশাসক হামিদুল হক জানান, জনস্বার্থে রাজশাহী মহানগরী এবং জেলার সব উপজেলার খাবার ও কাঁচাবাজার ছাড়া বাকি সব মার্কেট ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোরভাবে দায়িত্ব পালন করবে পুলিশ এবং প্রশাসন।

এর আগে ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফায় সভা করে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রাজশাহী। তারা মহানগরীর সব মার্কেট বন্ধ রাখার পক্ষে ছিলেন। তারপরও নগরীর মার্কেটগুলো নানা কৌশলে খোলা হচ্ছিল।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া রাজশাহীর থেকে বাইরে যাওয়ার এবং প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর পুলিশ। একইসঙ্গে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আসা নিষিদ্ধ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট