এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া রাজশাহী থেকে বাইরে যাওয়া ও প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর পুলিশ।
রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহাম্মদ শরীফুল হক জানান, সোমবার (১৮ মে) দুপুরে জেলা কোর কমিটির সভায় মার্কেট, শপিং মল ও দোকানপাট বন্ধের এই সিদ্ধান্ত হয়েছে।
জেলা প্রশাসক হামিদুল হক জানান, জনস্বার্থে রাজশাহী মহানগরী এবং জেলার সব উপজেলার খাবার ও কাঁচাবাজার ছাড়া বাকি সব মার্কেট ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোরভাবে দায়িত্ব পালন করবে পুলিশ এবং প্রশাসন।
এর আগে ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফায় সভা করে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রাজশাহী। তারা মহানগরীর সব মার্কেট বন্ধ রাখার পক্ষে ছিলেন। তারপরও নগরীর মার্কেটগুলো নানা কৌশলে খোলা হচ্ছিল।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া রাজশাহীর থেকে বাইরে যাওয়ার এবং প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর পুলিশ। একইসঙ্গে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আসা নিষিদ্ধ করা হয়েছে।