গত বছরের জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩ হাজার ৩৯৪ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে গত অর্থবছরের তুলনায় এ বছর জুলাই মাসে এক হাজার ৪৪৪ কোটি ৪৬ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।
বছরের ব্যবধানে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছেন ৪২ দশমিক ৫৬ শতাংশ। এছাড়া লক্ষ্যমাত্রার তুলনায় ৭ দশমিক ৯৫ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে কাস্টমস। ফলে রাজস্ব আহরণে সন্তোষজনক প্রবৃদ্ধি নিয়ে অর্থবছর শুরু করল চট্টগ্রাম কাস্টম হাউস।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সালাউদ্দিন রিজভী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মুদ্রাস্ফীতিসহ অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও চট্টগ্রাম কাস্টমস আশাব্যঞ্জক রাজস্ব আহরণ করেছে। জুলাই মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৮ শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছে। বিগত বছরের তুলনায় ৪২ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
সিপিসির সঠিক ব্যবহার, যথাযথ এইচএস কোড নির্ধারণসহ যথাযথ শুল্কায়নের ফলে এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি সামনের দিনগুলোতেও রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টমস আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান তিনি।