অনুষদের ডিন অধ্যাপক আকবার হোসেন বলেন, ‘পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিল ৮১ শতাংশ। তবে পাসের হার ৩৪ শতাংশ।’
সোমবার (১ আগস্ট) ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষদের ৩৮৬ আসনের বিপরীতে মোট ৪৮ হাজার ৩৪৭ ভর্তিচ্ছু আবেদন করে।
শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে juniv-admission.org লগ-ইন করে জাবির ‘বি’ ইউনিটের ফল দেখতে পারবেন।