বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১টা ৪২ মিনিটে কমিশনের ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিএসইসি জানায়, বাজার পরিস্থিতি বিবেচনা করে গত ২৮ জুলাই ফ্লোর প্রাইস (শেয়ারের সর্বনিম্ন দর) নির্ধারণ করে দেয় বিএসইসি। ৩১ জুলাই থেকে এখন পর্যন্ত ফ্লোর প্রাইস বলবৎ রয়েছে। বিভিন্ন ফোরামে কমিশনের ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, যা কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি গোচর হয়েছে। কমিশন গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করছে এবং অতি দ্রুত তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
যথাযথ ডিরেক্টিভের মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে বলেও জানায় বিএসইসি।
প্রসঙ্গত, ফ্লোর প্রাইস তুলে দেওয়া হচ্ছে এমন গুজব সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে দেয় একটি চক্র। ফলে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে কম দামেই নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দেয়। এতে গতকাল (বুধবার) শেয়ারবাজারে বড় পতন হয়। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ‘ডিএসই এক্স’ ৭৮ পয়েন্ট হারায়।