সূত্র মতে, আগের কার্যদিবসে (বুধবার) জুট স্পিনার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯০ টাকা ৮০ পয়সা। বৃহস্পতিবার (১১ আগস্ট) লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮০ টাতা ৮০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ৬.২৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে জুট স্পিনার্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা হা-ওয়েল টেক্সটাইলের শেয়ারদর আজ ৫.১৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোনের শেয়ারদর কমেছে ৫.০৮ শতাংশ।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইডস, আমান ফিড, সুহৃদ, অলিম্পিক, দেশবন্ধু পলিমার, মোজাফফর হোসাইন স্পিনিং এবং এসকে ট্রিমস।