পুঁজিবাজারকে ডিজিটালাইজড করতে বিশ্বব্যাংকের অর্থায়ন পেয়েছি : বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজারকে ডিজিটালাইজড করতে বিশ্বব্যাংকের অর্থায়ন পেয়েছি : বিএসইসি চেয়ারম্যান
দেশের পুঁজিবাজারকে বিশ্বমানের ডিজিটালাইজড করতে বিশ্বব্যাংকের অর্থায়ন পেয়েছেন বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বৃহস্পতিবার (১১ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২০২১-২২ অর্থবছরে শীর্ষ ব্রোকারদের পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

তিনি আরো জানান, এ বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুর দিকে সুইস ও ইউরোপিয়ান কনসাটেন্টদের সাহয্যে আগামী দুই-এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে। তখন পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ২৪ ঘন্টা পুঁজিবাজারে লেনদেন করা যাবে বলেও জানান বিএসইসি চেয়ারম্যান। তবে ব্যাংক যখন খোলা থাকবে, তখন লেনদেন কার্যকর হবে।

অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, এই পুরস্কারের ব্যবস্থা যেখানে আছে, সেখানে প্রতিযোগিতা আছে। আর প্রতিযোগিতা যেখানে থাকে, সেখানে উন্নয়ন হবেই। যেখানে প্রতিযোগিতা নেই বা একচেটিয়া, সেখানে কখনো ভালো বাজার হয় না। তাই আজকে সিএসই যাদেরকে পুরস্কৃত করে উৎসাহিত করলেন, তারা আগামিতে আরও ভালো করতে চাইবেন এবং অবস্থা ধরে রাখতে চাইবেন। অন্যদিকে যারা পাননি, তারা আগামিতে পাওয়ার চেষ্টা করবেন।

বিএসইসি চেয়ারম্যান আরো বলেন, আমাদের দেশের পুঁজিবাজারের সম্ভাবনা অনেক। ইউরোপের দেশগুলো যদি ৫-৭ কোটির জনবল নিয়ে এতো এগিয়ে যেতে পারে, তাহলে ১৭ কোটি জনবল নিয়ে আমরাও এগিয়ে যেতে পারব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত