সূত্র মতে, সাধারন বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ হারে শেয়ারপ্রতি ২৫ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য ১৫০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১৫ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটি ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৪০.১৬ টাকা হিসেবে ১ হাজার ২১৬ কোটি ৫৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৪৫৭ কোটি ৩২ লাখ টাকার বা ৩৭.৫৯% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ৭৫৯ কোটি ২৪ লাখ টাকা বা ৬২.৪১% কোম্পানিটির রিজার্ভে যোগ করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৪৩০ টাকা। এরমধ্যে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৪৩০ টাকা বা ০.৯৭ শতাংশ।