খোলাবাজারে ডলারের দাম কমে ১০৭ টাকা, কমতে পারে আরো

খোলাবাজারে ডলারের দাম কমে ১০৭ টাকা, কমতে পারে আরো


মঙ্গলবার (১৬ আগস্ট) দেশের খোলাবাজারে ডলারের দাম কমে ১০৭ থেকে ১০৯ টাকায় বিক্রি হচ্ছে। আর বাংলাদেশ ব্যাংক আগের মতোই ৯৫ টাকা দামে ডলার বিক্রি করেছে। কয়েকদিন আগে রেকর্ড দামে ডলার বিক্রি হওয়ার পর, এবার খোলাবাজারে কিছুটা কমেছে ডলারের দাম।


ডলারের চরম সংকটের সময় নড়েচড়ে বসে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার। তৎপরতা বাড়ায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীও। ফলে খোলা বাজারে কমতে শুরু করেছে ডলারের দাম।

এর আগে রোববার খোলাবাজারে ডলার বিক্রি হয়েছে ১১২ টাকায়। এছাড়া চলতি মাসের শুরুর দিকে এক ডলার কিনতে গ্রাহকদের গুনতে হয়েছিল ১১৮ থেকে ১২০ টাকা।

তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডলারের সরবরাহ সংকট আগের চেয়ে কমেছে। চলতি মাসে প্রবাসী আয়ও বেড়েছে। পাশপাশি আমদানি ঋণপত্র খোলাও কমে গেছে। ফলে সামনের দিনে ডলারের সংকট আরো কেটে যাওয়ার আশা করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। বর্তমানে এক হাজার ২০০ অনুমোদিত ডিলার বা এডি শাখা ও ২৩৫টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যবস্থা রয়েছে।

রাজধানীর মতিঝিল, পল্টন, দিলকুশা, আরামবাগের একাধিক খুচরা ডলার বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, ডলারের বাজার কমতির দিকে। সকালে শুরুতে ১০৯ টাকা বিক্রি করলেও বিকালের দিকে ১০৭ টাকায় নেমে আসে ডলারের দাম।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংক ঊর্ধ্বমুখী ডলার নিয়ন্ত্রণে আনতে বিলাসী পণ্যসহ সার্বিক আমদানিতে নানা শর্ত আরোপ করে। এরপর কমেছে আমদানির এলসি (লেটার অব ক্রেডিট) খোলার পরিমাণ। ডলারের দাম কমায় এরও প্রভাব আছে বলে জানান ব্যবসায়ীরা।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে পণ্যমূল্য অনেক বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরে আমদানি ব্যয়ে বাড়তি চাপ তৈরি হয়েছে। বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ ঠিক রাখতে প্রচুর ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে গত বছর আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করা রিজার্ভ নেমে আসে ৪০ বিলিয়ন ডলারের নিচে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ