তথ্য অনুসারে, এই ফান্ডটি পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এর মধ্যে বিনিয়োগকারীদের কাছ থেকে উত্তোলন করবে ২৫ কোটি টাকা। বাকি ৭৫ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা হিসেবে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ৫০ কোটি টাকা এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) ২০ কোটি টাকা প্রদান করেছে। এছাড়া আইসিবি প্লেসমেন্টের মাধ্যমে ৫ কোটি টাকা প্রদান করেছে।
বিএসইসির ৮২৯তম সভায় আইপিওর মাধ্যমে মিউচুয়াল ফান্ডটিকে টাকা উত্তোলনের অনুমোদন দেয়। তার অংশ হিসেবে এ ফান্ডে সাবস্ক্রিপশনের জন্য গত ৭ আগস্ট তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যের বিনিয়োগকারীদের ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে।
আর অনুমোদিত পেনশন ফান্ড, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের থাকতে হবে ৫০ লাখ টাকা। এছাড়া অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের ৭ আগস্ট তালিকাভুক্ত সিকিউরিটিজে ১ কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে।