ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
একইসাথে ডিএসইতে টাকার অংকে লেনদেনেও পরিমাণও বেড়েছে। আজ ডিএসইতে ১ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৩৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ আজ আগের দিন থেকে লেনদেন বেড়েছে ১২৪ কোটি ৯৫ লাখ টাকা বেশি।
ডিএসইতে আজ মোট ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৫৬টির, শেয়ারের দর কমেছে ১৩২টির এবং শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে ৯২টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫২ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে মোট ২৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।