শনিবার (২০ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেছেন ভর্তি পরীক্ষার্থীরা।
‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে বেলা ১২টায় শেষ হবে। এছাড়া দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে বিকেল সাড়ে ৩টায় এবং শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে অংশ নেবে ৩৫ হাজার ৭৭৯ জন ভর্তি পরীক্ষার্থী।