ভোমরা স্থলবন্দরে ব্যাপক রাজস্ব ঘাটতি

ভোমরা স্থলবন্দরে ব্যাপক রাজস্ব ঘাটতি

ডলারের মূল্যবৃদ্ধির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে মন্দা অবস্থা থাকায় ভোমরা স্থলবন্দরে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাসেই মোটা অংকের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতির পরিমাণ প্রায় সাড়ে ২১ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।





জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬৬ কোটি ১৫ লাখ টাকা। এ লক্ষ্যের বিপরীতে গত জুলাইয়ে রাজস্ব আদায় হয়েছে ৪৪ কোটি ৭৪ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী যা ২১ কোটি ৪১ লাখ টাকা ঘাটতি। তবে গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় ২২ লাখ টাকা রাজস্ব বেশি আদায় হয়েছে। অপরদিকে গত অর্থবছরের প্রথম মাসে এ বন্দরে রাজস্ব আদায় হয় ৪৪ কোটি ৫২ লাখ টাকা।





ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন গণমাধ্যমে জানান, বন্দরে ব্যবসা-বাণিজ্য মন্দা যাওয়ায় চলতি অর্থবছরের শুরুতে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। কিন্তু গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় কিছুটা বেড়েছে রাজস্ব। তবে আগামীতে ব্যবসা-বাণিজ্য পরিস্থিতির উন্নতি হলে আশা করা যায় এমন রাজস্ব ঘাটতি থাকবে না।





জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ভোমরা স্থলবন্দরের জন্য চলতি ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করে ১ হাজার ২৬ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৬৬ কোটি ১৫ লাখ, আগস্টে ৮৪ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ৯৬ কোটি ৬৯ লাখ, অক্টোবরে ১০০ কোটি ৫৮ লাখ, নভেম্বরে ৯৮ কোটি ৫৬ লাখ, ডিসেম্বরে ৮৪ কোটি ১২ লাখ, জানুয়ারিতে ১০৩ কোটি ৯৮ লাখ, ফেব্রুয়ারিতে ৭৪ কোটি ৮২ লাখ, মার্চে ১০০ কোটি ৮৭ লাখ, এপ্রিলে ৮৫ কোটি ২৫ লাখ, মে মাসে ৫৫ কোটি ২৪ লাখ এবং জুনে ৭৫ কোটি ৫৫ লাখ টাকা, যা গত ২০২১-২২ অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় ৭১ কোটি ৯১ টাকা বেশি।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ