শেয়ারবাজারে ৯টা ৩০ থেকে ২টা পর্যন্ত চলবে লেনদেন

শেয়ারবাজারে ৯টা ৩০ থেকে ২টা পর্যন্ত চলবে লেনদেন

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোর লেনদেনের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। এর প্রেক্ষিতে শেয়ারবাজারে ৯টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত লেনদেন হবে। লেনদেন শেষে ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, ঈদুল ফিতরসহ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য পরিবর্তিত সময়েও ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারের লেনদেন সময় নির্ধারণ করা হয়। পূর্বের নিয়মের সামঞ্জস্যতা রেখে এবারও ব্যাংকগুলোর লেনদেনের সময়ের সাথে নির্ধারণ করা হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের সময়সূচি।





এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুযায়ী দেশের সকল ব্যাংকের লেনদেনের সময় বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী বুধবার (২৪ আগস্ট) থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংকগুলো লেনদেন কার্যক্রম পরিচালনা করা হবে।





সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোর পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর অফিস সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্যাংক খোলা রাখার নতুন সময়সূচির তথ্য জানান।





তিনি বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনাকে কীভাবে আরও ইফেকটিভ করা যায় এই মুহূর্তে সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ইনস্ট্যান্টলি তো বাড়ানো সম্ভব হবে না। সে জন্য কতোগুলো আলোচনা হয়েছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত