প্রতিষ্ঠানটিতে রয়েছেন প্রায় তিন শত অভিজ্ঞ চিকিৎসক যারা ২৪ ঘন্টা টেলিফোনে রোগীদের সেবা দিচ্ছেন। করোনায় আইসোলেশনে আছেন বা কোনো করোনা রোগীর সংস্পর্শে আছেন এমন রোগীদেরও পাসে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে পালসের সঙ্গে জড়িত একজন চিকিৎসক বলেন, করোনা পরিস্থিতিতে মানুষ এখন ঘরের বাইরে বের হতে পারছে না। এই অবস্থায় কেউ আক্রান্ত হলে বা আক্রান্তের সন্দেহ হলে ঘরে বসেই পালসের ডাক্তারদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে সেবা পেতে পারে। এই পদ্ধতি খুবই সহজ। গুগল প্লে স্টোর থেকে পালসের অ্যাপটি ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে পছন্দের ডাক্তারের কাছে থেকে সেবা নিতে পারছেন।
এই প্রসঙ্গে আরেকজন চিকিৎস বলেন, আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবরেশন করেছি। তাদের সঙ্গে কোলাবরেশন করে আমরা এখন ফ্রি মেডিকেল সেবা দিচ্ছি। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনেক চিকিৎসক পালসের মাধ্যমে চিকিৎসা দিচ্ছেন।
করোনার কারণে যারা হাসপাতালে যেতে পারছেন না তারা পালসের হটলাইনে ফোন করে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে থেকে চিকিৎসা সেবা নিতে পারেন।
পালসের সঙ্গে যোগাযোগ করার মোবাইল নাম্বার: ০১৮৮৭-০৬০০০০
এখান থেকে পালসের হেলথকেয়ার অ্যাপটি ডাউনলোড করা যাবে। http://onelink.to/n33kbv
পালসের ফেসবুক পেজ থেকেও তথ্য সেবা পাওয়া যাবে। বিভিন্ন তথ্য আপনার ফেসবুক হোমপেজে পেতে পেজটিতে লাইক দিয়ে রাখতে পারেন।
পালসের ফেসবুক পেজ : https://www.facebook.com/mypulsebd/
পালসের ওয়েবসাইট থেকেও বিভিন্ন তথ্য জানতে পারেন রোগীরা।
পালসের ওয়েবসাইটের ঠিকানা: www.mypulse.com.bd