শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তিন সহযোগী প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করবে। বুধবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত ইউনাইটেড পাওয়ারের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব কোম্পানিকে অধিগ্রহণ করা হচ্ছে সেগুলো হলো- ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এনার্জি লিমিটেড এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড।
জানা গেছে, হাইকোর্টের অনুমোদন এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমতি ও শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে অধিগ্রহণের সিদ্ধান্ত কার্যকর করবে ইউনাইটেড পাওয়ার।
ইউনাইটেড গ্রুপের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেডের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৩০০ মেগাওয়াট, ইউনাইটেড এনার্জি লিমিটেডের ৮১ মেগাওয়াট এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেডের উৎপাদনক্ষমতা ১১৫ মেগাওয়াট।