শুক্রবার (১২ জুন) লমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনী সামাজিক দূরত্ব বজায় রেখে দিনব্যাপী এ স্বাস্থ্য সেবা প্রদান করেছে।
স্থানীয়রা ছাড়াও সেখানে দূরদূরান্ত হতে নারী ও শিশুরা চিকিৎসা সেবা নিতে আসে। এসময় নানান রোগের বিনামূল্যে ওষুধপত্র প্রদান করা হয়।
৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া বাংলাদেশ সেনা বাহিনীর ব্যবস্থাপনায় এই সেবা কার্যক্রম চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৩৪ ইষ্ট বেঙ্গল, লালমনিরহাটের অধিনায়ক লেঃ কর্নেল হাফিজুর রহমান, চিকিৎসা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ লেঃ কর্ণেল ডাক্তার তাসনিম , শিশু বিশেষজ্ঞ ডাক্তার মেজর ইয়াসিন । এ সময় বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৫ শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে।