বৃহস্পতিবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা গেছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বৃহস্পতিবার খুমেকের পিসিআর মেশিনে মোট ৩১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ২৬৬টি। এদের মধ্যে মোট ৯১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৮৩ জন খুলনার। বাকিদের মধ্যে যশোর জেলার ৫ জন, সাতক্ষীরা জেলার ২ জন ও কুষ্টিয়া জেলার ১ জন রয়েছেন।
খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনায় শনাক্ত হওয়া ৮৩ জনের মধ্যে রয়েছেন খুলনা মহানগরীর ৭৩ জন (ফলোআপ ২ জন), ফুলতলা উপজেলার ৯ জন ও দাকোপ উপজেলার ১ জন।
খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, একদিনে শনাক্ত হওয়ার দিক থেকে খুলনায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত বুধবার একদিনে সর্বোচ্চ ১০২ জনের করোনা শনাক্ত হয়। ওই দিন শুধু খুলনায় শনাক্ত হয়েছিলেন ৯৭ জন। এ নিয়ে খুলনা জেলা ও মহানগরীতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৭০ জন।